বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতলেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া
ই-বার্তা।। প্রতি বিশ্বকাপের মতো রাশিয়া বিশ্বকাপ মনে রাখবে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে। এবারের গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেছেন তিনি।ফুটবলে গোলরক্ষক হয়ে খেলা হয়তো বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। গোলরক্ষকের কাজটা এমনই যে কোনো ভুল করা যাবে না। একটা ভুল হলেই এর মাশুল হবে চরম।
তিনি তো আর মাঠে কারিকুরি দেখিয়ে দর্শক মন জয় করেননি! দৃষ্টিসুখকর অসধারণ ড্রিবলিং বা বাইসাইকেল কিক করে গোল করেননি! তাই তাকে কে মনে রাখে? প্রতি বিশ্বকাপের মতো রাশিয়া বিশ্বকাপ মনে রাখবে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে। এবারের গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেছেন তিনি। গোলরক্ষকের কাজটাই একটি থ্যাঙ্কসলেস জব। জাতির সম্মান নির্ভর করে তার গ্লাভস জোড়ায়। সব মিলিয়ে গোলরক্ষকের দায়িত্ব পালন বড় বিষন্নতায় ভরা।
তারপরও রাশিয়া বিশ্বকাপে আলাদা করে থ্যাঙ্কস পাবেন বেলজিয়াম গোলরক্ষক কোর্তোয়া। ক্লাব ক্যারিয়ারে চেলসির হয়ে খেলা কোর্তোয়া রাশিয়ায় ছিলেন দলের অভিভাবকের মতো। সবাই ম্যাচে যেমনই খেলুক, চিরবিশ্বস্ত হাত দুটি নিয়ে তিনি ছিলেন সদা প্রস্তুত। আগলে রেখেছিলেন নিজের পোস্ট, আগলে রাখেন দলের সম্মান। কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলকে বিদায় করে দেওয়ার অন্যতম নায়ক ছিলেন তিনি।
ই-বার্তা/স্পোর্টস ডেস্ক