বিশ্বকাপ দলে থাকছেন কারা, যা বললেন মাশরাফি
ই-বার্তা ডেস্ক।। সামনেই বিশ্বকাপ। তার আগে অবশ্য দল ঘোষনা নিয়ে কথা হচ্ছে প্রচুর; চলছে আলোচনা। এ বিষয়ে লাল-সবুজ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন “আমি এই দল নির্বাচক নই” বেশ কয়েকবারই জানিয়েছেন স্কোয়াডের অন্তত ৮-৯ জন খেলোয়াড় প্রায় চূড়ান্ত।
বাকি জায়গাগুলো নিয়ে বিশ্লেষণে বসা হবে বলে জানিয়েছিলেন তিনি।তবুও একই প্রশ্ন যেন থেকেই গেল। আজ একটি ‘বডি স্প্রে’র উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের একই প্রশ্নের মুখোমুখি হন তিন। সেখানে মাশরাফি স্পষ্টভাবে বলেন, বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে আমার কোনো হাত নেই।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক জানান, ‘আমাদের মূল ফোকাস আয়ারল্যান্ড সিরিজ এবং অবশ্যই বিশ্বকাপে আমরা দল হিসেবে কেমন করছি সেটা।’
উল্লেখ্য, চলতি ঢাকা প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের পারফম্যান্সকে মূল্যায়ন করা হবে কি-না বিষয়ে মাশরাফি জানান, ঢাকার ক্রিকেটে রান করে বড় প্ল্যাটফর্মে ব্যর্থ হয়েছেন অনেকে। আবার ঢাকার ক্রিকেটে ব্যর্থ হয়েছেন কিন্তু আর্ন্তজাতিক ম্যাচে সফল হয়েছেন এমনও উদাহরণ রয়েছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান