বিয়ে করলেন ‘ইচ্ছেনদী’র সোলাঙ্কি রায়
ই-বার্তা।। পশ্চিমবঙ্গে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইচ্ছে নদী’র অভিনেত্রী সোলাঙ্কি রায় বিয়ে করেছেন। রোববার নিউজিল্যান্ড প্রবাসী গোগোল বসুকে বিয়ে করেন স্টার জলসার দর্শকপ্রিয় সিরিয়ালটির মেঘলা চরিত্রের এই অভিনেত্রী।
সোলাঙ্কি আর গোগোলের বিয়েতে এসেছিলেন ‘ইচ্ছে নদী’ সিরিয়ালের বিক্রম চট্টোপাধ্যায়, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, পলাশ অধিকারী, প্রিয়াঙ্কা রতি পালসহ টেলিপাড়ার আরও একঝাঁক তারকা৷
স্টার জলসায় ‘ইচ্ছে নদী’ সিরিয়াল শেষ হওয়ার পর গত বছর জুলাই মাসে সংবাদমাধ্যমকে সোলাঙ্কি জানান, তার হাতে নতুন কোনো কাজ নেই। সাড়ে তিন বছর টানা ‘ইচ্ছে নদী’র কাজ করেছেন। সেই সময় জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন ছিলেন তিনি।
২০১৭’র ২৯ এপ্রিল ‘ইচ্ছে নদী’র আরেক তারকা বিক্রম চট্টোপাধ্যায় কলকাতায় এক গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হন। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন বন্ধু জনপ্রিয় মডেল সোনিকা সিংহ চৌহান। ঘটনাস্থলেই মারা যান তিনি। বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর অভিযোগ আনে কলকাতা পুলিশ।
এই ঘটনার পর হঠাৎ করেই ‘ইচ্ছে নদী’র কাহিনি শেষ করে দেয় স্টার জলসা কর্তৃপক্ষ।