বুবলির নামে আইসক্রিম; যা বললেন বুবলি
ই-বার্তা ডেস্ক।। সিলেটে পাওয়া যাচ্ছে বুবলির নাম ও ছবি সম্বলিত আইসক্রিম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাও বলেছেন এই নায়িকা।
বুবলী এই ছবির ক্যাপশনে আবেগাপ্লুত হয়ে লিখেছেন, ‘আমার কিছু কিছু ভক্তদের ভালোবাসায় সত্যি অভিভূত এবং আবেগাপ্লুত হই প্রায় সময়। বাংলাদেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা হোক আর বিভিন্ন জেলা থেকে হোক, আপনাদের সবার দোয়া আর ভালোবাসায় আমি সত্যি পরিপূর্ণ।
আজ আবার নতুন করে সিলেটবাসীদের কাছে একটু বেশি কৃতজ্ঞ হলাম, আমার নাম এবং ছবি দিয়ে সিলেটে বুবলী আইসক্রিম পাওয়া যাচ্ছে, এটা সত্যি আমার জন্য অনেক বড় ব্যাপার। এত অল্প সময়ে আপনারা আমাকে এতো আপন করে নিয়েছেন যা আমাকে আগামীর পথচলায় আরো বেশি শক্তি যোগাবে। অনেক ভালোবাসা আর শ্রদ্ধা আপনাদের প্রতি!’
উল্লেখ্য, একের পর এক কাজে ঢালিউডে বেশ ভালোই নাম কামাতে শুরু করেছেন এই অভনেত্রী।
ই-বার্তা/ মাহারুশ হাসান