বুলবুলের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল ও যশোর বিমানবন্দর বন্ধ ঘোষণা
ই- বার্তা ডেস্ক।। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের কয়েকটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক, কক্সবাজার, বরিশাল ও যশোর বিমানবন্দর বন্ধ রয়েছে।
শনিবার বিকাল ৪টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া দেশের অভ্যন্তরীণ বেশ কিছু রুটে কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ রাত ৮টা থেকে অথবা মধ্যরাতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল। স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এ জন্য সমুদ্রবন্দরগুলোতে মহাবিপদ সঙ্কেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।