‘বুড়িগঙ্গা হবে আনন্দ বিনোদনের কেন্দ্রবিন্দু’
ই- বার্তা ডেস্ক।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করেছেম যে, বুড়িগঙ্গাসহ দেশের সব নদী দখলমুক্ত করে বাংলাদেশের নদীমাতৃক রূপ তুলে ধরা হবে।
তিনি বলেন, ঢাকার চারপাশে সার্কুলার নৌপথ চালু করে যাত্রী ও মালামাল পরিবহন সহজতর করা হবে। মিসরের নীলনদ, লন্ডনের টেমসসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিনোদনকেন্দ্রগুলো নদীকেন্দ্রিক। আমাদের বুড়িগঙ্গাও সেরকমভাবে গড়ে তোলা হবে। বুড়িগঙ্গা হবে আনন্দ বিনোদনের কেন্দ্রবিন্দু।
আজ শনিবার কামরাঙ্গীরচরস্থ খোলামোড়া ঘাটে নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বুড়িগঙ্গাকে হাতিরঝিলের ন্যায় নয়নাভিরাম করা হবে, বছরখানেকের মধ্যে এ দৃশ্য দেখা যাবে।
তিনি আরও বলেন, ঢাকার চার নদীর (তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা) তীর পুনর্দখলরোধে নদীর তীরভূমিতে সীমানা পিলার স্থাপন, ওয়াকওয়ে, তীররক্ষা বাঁধ, ওয়াকওয়ে অনপাইল ইত্যাদি নির্মাণ কাজ শুরু হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম