বেনাপোলে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় শিশুসহ ৫৪ নারী-পুরুষ আটক
ই- বার্তা।। বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় শিশুসহ ৫৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় একজন পাচারকারীকেও আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিন রহিঙ্গা সদস্য আছে বলে জানাগেছে।
বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতদের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর জেলায়। আটক পাচারকারী আলমগীর হোসেন বেনাপোলের ভবারব গ্রামের আবুল কাশেমের ছেলে।
বিজিবি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্ত দিয়ে বিপুল পরিমান নারী-পুরুষ অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করবে। এধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে শিকড়ি বটতলা মাঠ থেকে ২৫ জন নারী পুরুষ ও শিশুকে আটক করা হয়। এবং দৌলতপুর গাতীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২৪ নারী পুরুষ ও শিশুকে আটক করা হয়। অপরদিকে সাদিপুর সীমান্ত থেকে এক দালালসহ ৫ জনকে আটক করেছে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বেনাপোল বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ