বেনাপোলে ‘দৈনিক গ্রামের কাগজ’ এর ২০তম প্রতিষ্টাবার্ষিকী উৎযাপিত
ই-বার্তা যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক গ্রামের কাগজ’ পত্রিকার ২০তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বেনাপোল প্রেসক্লাবে কেক কেটে র্যালি পূর্বক এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সভায় বেনাপোল প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মহসিন মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার প‚লক কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন, বেনাপোল প্রেসক্লাবের সহ সভাপতি আলহাজ্ব বকুল মাহবুব,সাধারন সম্পাদক রাশেদুর রহমান।
এসময় অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেনাপোল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সাজেদুর রহমান,সাংগঠিনক সম্পাদক ও গ্রামের কাগজের বেনাপোল প্রতিনিধি মোসলেম উদ্দিন পাপ্পু,সিনিয়ার সাংবাদিক আব্দুর রহিম, বেনাপোল রিপোর্টারস ইউনিটির সিনিয়ার সহ সভাপতি সেলিম রেজা, সাধারন সম্পাদক ফারুক হাসান, বেনাপোল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিলন খাঁন, এস এ টেলিভিশনের নাসির উদ্দিন, নির্বাহী সদস্য দেবুল কুমার দাশ,শিশির কুমার সরকার, জি এম আশরাফ, বৈশাখী টেলিভিশনের নাসির উদ্দিন,জসিম উদ্দীন প্রমুখ।
এর আগে প্রধান অতিথির নের্তত্বে একটি আনন্দ র্যালি বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
জসীম উদ্দীন, বেনাপোল প্রতিনিধি