বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশী যুবককে হস্তান্তর করলো বিএসএফ
ই- বার্তা ডেস্ক।। যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় বিএসএফের হাতে আটক হওয়া বাংলাদেশী যুবক সজিব হোসেন (১৯) কে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রবিবার (৮ই সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে পুটখালী বিজিবি’র কাছে হস্তান্তর করেন। সজিবের বাড়ি বরিশাল জেলার ওজিরপুর থানার কচিয়ার পারা গ্রামে।
২১ বিজিবি ব্যাটেলিয়ান অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, পুটখালী ক্যাম্পের বিপরীতে অবস্থিত ভারতের ৬৪ বি এস এফ আংরাইল ক্যাম্পের টহল দল ১জন পুরুষ বাংলাদেশী নাগরিককে আটক করেন ।পরে পুটখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন নিকট তারা হস্তান্তর করেন।
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ