বেসিক ব্যাংককে পূর্ণ সহায়তা দেওয়া হবেঃ অর্থমন্ত্রী
ই-বার্তা ডেস্ক।। বেসিক ব্যাংকের তহবিল ঘাটতি মেটাতে অস্থায়ী তহবিল প্রদানে ব্যাংক কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । তিনি ব্যাংকটিকে লাভজনক প্রতিষ্ঠান করতে কর্মপরিকল্পনা প্রণয়নে ব্যাংক কর্তৃপক্ষকে পরামর্শ দেন।
বৃহস্পতিবার মতিঝিলের সেনা কল্যাণ ভবনে ব্যাংকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি বেসিক ব্যাংকের জন্য অস্থায়ী ভিত্তিতে তহবিলের ব্যবস্থা করব। তবে এটি দীর্ঘমেয়াদি ব্যবস্থা নয়। আমরা দেখব ব্যাংক কর্তৃপক্ষ কিভাবে ব্যাংকটি পরিচালনা করে। তবে এই তহবিল পেতে হলে আগে একটি কর্মপরিকল্পনা আমাকে দেখাতে হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘সরকার ব্যাংকটিকে লাভজনক করতে পুনরায় অর্থ সহায়তা দিবে। চলতি বছরসহ গত তিন বছরে ব্যাংকের যে সকল শাখা লোকসান দিয়েছে, সরকার সে সকল শাখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি ঋণ খেলাপি সংস্কৃতি সম্পর্কে সরকারের নীতির উল্লেখ করে বলেন, ‘এই ব্যাংকের প্রায় ৩৮০ জন ঋণ খেলাপি তাদের বকেয়া ঋণের টাকা পরিশোধ করার আবেদন জানিয়েছে। খেলাপি ঋণ গ্রাহকেরা ২ শতাংশ ডাউন পেমেন্ট করে মাত্র ৯ শতাংশ সুদে বকেয়া ঋণ ১১ বছরে পরিশোধ করার সুযোগ পাচ্ছে। এটি তাদের জন্য একটি বিশাল সুযোগ।’
এনবিআর’র চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া ভাল গ্রাহকদের ঋণ দিতে ব্যাংক কর্তৃপক্ষকে পরামর্শ দেন। ব্যাংকটি এক বছরের মধ্যে সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ. আসাদুল ইসলাম আশা প্রকাশ করেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু