ব্রাজিলকে মাথাব্যাথার কারণ মনে করছে না বেলজিয়াম
ই-বার্তা।। কাজানে আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় রাশিয়া বিশ্বকাপে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও বেলজিয়াম ।
ব্রাজিল দলে নেইমারের মতো জাদুকরি খেলোয়াড় আছে। সাধারণত প্রতিপক্ষে এ নিয়ে আতঙ্ক কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাতে বেলজিয়ামের কোনো মাথা ব্যথা নেই।
দলটির ডিফেন্ডার ভিনসেন্ট কম্পানি জানিয়েছেন, এ নিয়ে চিন্তায় কারও ঘুমও নষ্ট হচ্ছে না।
কোয়ার্টার-ফাইনালে উঠতে বেলজিয়ামের চেয়ে দাপট ছিল ব্রাজিলের বেশি।
শেষ ষোলোর ম্যাচে নেইমার ও রবের্ত ফিরমিনোর গোলে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারায় তারা। অন্যদিকে দুই গোল হজমের পর ঘুরে দাঁড়িয়ে জাপানের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে বেলজিয়াম।
জাপানের বিপক্ষে জয়ের পর বেলজিয়াম কোচ রবের্ত মার্তিনেস জানিয়েছেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। ফেভারিটের তকমা লেগে না থাকাটা বেলজিয়ামের জন্য ভালো।
চোট কাটিয়ে রাশিয়া বিশ্বকাপে জাপানের বিপক্ষে প্রথম খেলতে নামা কম্পানিও কোচের সঙ্গে সুর মেলান।
তিনি বলেন, ব্যক্তিগত নৈপুণ্যসম্পন্ন খেলোয়াড়ের দিক থেকে এই বিশ্বকাপে ব্রাজিল সবচেয়ে শক্তিশালী দল। এটা একটা প্রশংসার যোগ্য, কিন্তু এটা তাদের বিপক্ষে আমাদের জয়ের সুযোগের ওপর প্রভাব ফেলবে না।
তিনি বলেন, আমরা ব্রাজিলের কাছে এরই মধ্যে হেরে গেছি-এই ভাবনা নিয়ে আমাদের কেউ ঘুমাবে না।
কম্পানি বলেন, ব্যক্তিগত নৈপুণ্য নির্ভরতা বাদ দিয়ে বেলজিয়ামকে এক দল হয়ে লড়াই করতে হবে। আমরা ভয়ডরহীনভাবে লড়ব কিন্তু যদি আমরা ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর ম্যাচ করে ফেলি তাহলে আমরা হারব।