ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ই-বার্তা ডেস্ক।। বুধবার নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে ৪-০ গোলের ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
গতবার ফাইনালেও বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতে ভারত। এবার নেপালের সঙ্গে ফাইনালে খেলবে ভারত।
বুধবার দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নেমে প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আর অসম্ভবকে সম্ভব করে খেলা জেতা তো দূরের কথা তেমন কোনো চ্যালেঞ্জও গড়তে পারেনি লাল-সবুজের দল।
উল্লেখ্য, এর আগে বুধবার প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারায় নেপাল।
ই-বার্তা/ মাহারুশ হাসান