ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তান
ই-বার্তা ডেস্ক।। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ায় ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের স্বরণাপন্ন হচ্ছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরাইশি বলেন, সব দিক ভেবেচিন্তেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পাক সংবাদমাধ্যমকে মঙ্গলবার দেয়া এক সাক্ষাৎকারে কোরাইশি বলেন, ‘কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সব আইনি দিক খতিয়ে দেখে এবং সব কিছু বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
জম্মু-কাশ্মীর নিয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। তার মধ্যেই এ দিন মন্ত্রিসভার বৈঠক বসে পাক সিনেটে। সেখানেই সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী ফিরদৌস আশিক।
কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যা, এ দুই বিষয়ে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে বিচার দেওয়া হবে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু