ভারত-পাকিস্তান ক্রিকেট বিতর্কে নতুন মোড়
ই-বার্তা ডেস্ক।। অনেক অনুরোধের পরও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে ভারতের কোনো আগ্রহ না থাকায় ভারতকে আর কখনও প্রস্তাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দুই দেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে ক্রিকেট পর্যন্ত। আর তাই এক বোর্ড চাইলেও অন্য বোর্ড নমনীয় না হওয়াতে দুই দেশের জাতীয় ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজ খেলাও হচ্ছে না। যদিও পাকিস্তান বেশ কয়েকবার ভারতকে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। তাতে কখনই ইতিবাচক সাড়া দেয়নি ভারত। আর তাই পিসিবি সিদ্ধান্ত নিয়েছে, আর কখনই ভারতকে এ নিয়ে কোনো দেওয়া হবে না তাদের পক্ষ থেকে।
সেক্ষেত্রে ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক কোনো সিরিজ দেখতে হলে এখন আগ্রহ দেখাতে হবে ভারতকেই। এমনকি খোদ পিসিবিও এখন এমনটিই চাইছে। ভারত-পাকিস্তান ক্রিকেটীয় লড়াই শুরু করাকে ‘বড় চ্যালেঞ্জ’ উল্লেখ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান বলেন, ‘খুব শিগগির এর কোনো সমাধান দেখছি না। আর ভারতে তো সামনে নির্বাচন, নিকট ভবিষ্যতে তাই দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। তবে আমরা চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘পিসিবির সভাপতি এহসান মানি ভারতকে আলোচনার টেবিলে ফেরাতে সবটুকু দিয়ে চেষ্টা করছেন, যেন স্থবিরতা কেটে যায়। তবে আমাদের সবার আগে দেশের সম্মানের কথা ভাবতে হবে। আমরা ওদের অনুরোধ করেই যাচ্ছি, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে, যেন উল্টো ওরাই আমাদের অনুরোধ জানায় খেলার জন্য। আমাদের এটাই করতে হবে।’
ভারতের বিপক্ষে খেলতে না পারা পাকিস্তানের জন্য হতাশার উল্লেখ করে তিনি বলেন , ‘ওদের বিপক্ষে খেলছি না, এটা তো হতাশার। তবে জীবন থেমে থাকে না, পৃথিবীও এগিয়ে যায়। আমাদেরও সামনে এগিয়ে যেতে হবে। ভারতের জন্য আজীবন অপেক্ষা তো করতে পারি না। আমাদের লক্ষ্য এখন পাকিস্তানের ক্রিকেটের উন্নয়ন এবং আমাদের দল ও খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ের সাফল্য।’
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু