ভারত-পাকিস্তান ম্যাচে ভারী বৃষ্টির সম্ভাবনা!
ই-বার্তা ডেস্ক।। ইংল্যান্ড বিশ্বকাপে এর মধ্যেই চারটি ম্যাচ চলে গেছে বৃষ্টির পেটে। যার তিনটিতে টসই করা সম্ভব হয়নি। বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনার ম্যাচে আজ রবিবার ম্যানচেস্টারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৭ পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার পর বৃষ্টির প্রবনতা কমে যাবে। বিকেলে ও সন্ধ্যায় আবার বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ থেকে ৭০ শতাংশ।
ম্যানচেস্টারের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী স্থানীয় সময় সাড়ে ১০টায় ম্যাচ শুরু হতে তেমন কোনো সমস্যা না হলেও বিকেল ও সন্ধ্যায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া ম্যাচ চলাকালীন হালকা বৃষ্টি হতে পারে। ফলে আজকের ম্যাচ ঘিরে ডার্কওয়ার্থ-লুইসের সম্ভাবনা প্রবল।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন তারা এ খেলাটিকে আলাদাভাবে দেখছেন না। অপরদিকে সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনুস বলেছেন, ভারত পাকিস্তানের সব ম্যাচই বড়। তবে এবারের লড়াইয়েও ভারত এগিয়ে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু