ভালো আছেন খালেদা জিয়া
ই- বার্তা ডেস্ক।। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক অধ্যাপক জিলান মিয়া সরকার জানিয়েছেন যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন ।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। বিএনপি চেয়ারপারসনকে যে চিকিৎসক দল চিকিৎসা দিচ্ছেন সেই দলের প্রধান অধ্যাপক জিলান মিয়া সরকার।
তিনি জানান, খালেদা জিয়া ভাল আছেন, তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না, সেটাই এখন মুল সমস্যা।
তিনি আরও জানান, খালেদা জিয়ার শরীরে এখন ডায়াবেটিস বা রক্তের শর্করার পরিমাণ ১৬ এর বেশি রয়েছে। গত কয়েকদিনে এই মাত্রা ১৪ এর উপরেই ছিল। আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
প্রতিদিন দুপুরে তারা চিকিৎসক দল খালেদা জিয়াকে দেখে নিয়মিত চিকিৎসা দিচ্ছেন বলে জানান অধ্যাপক জিলান মিয়া সরকার।
গত ১ এপ্রিল দুপুরে খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম