ভিড়ের মধ্যে অপরিচিত কেউ একজন টুপিটি দিয়েছেন: রিগ্যান
ই- বার্তা ডেস্ক।। হলি আর্টিজান হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান জানিয়েছেন, ভিড়ের মধ্যে অপরিচিত একজন ব্যক্তি আইএসের লোগো যুক্ত টুপিটি দিয়েছে ।
আজ মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় রিগ্যানকে আদালতে হাজির করা হয়। এ সময় আইএসের টুপির বিষয়ে রিগ্যানের কাছে জানতে চান আদালত। রিগ্যান জানান, হলি আর্টিজান মামলার রায়ের দিন ২৭ নভেম্বর কেউ একজন তাকে আইএসের টুপিটি দিয়েছেন।
কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় আজ সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে শুনানির দিন ধার্য ছিল। এ মামলার আসামি ১০ জন। আসামির মধ্যে রিগ্যানসহ ৯ জন কারাগারে আছেন। অপর আসামি পলাতক।
আজ বিচারক রিগ্যানের কাছে জানতে চান, আইএসের মনোগ্রাম-সম্বলিত টুপি কোথায় পেলেন? জবাবে রিগ্যান বলেন, ভিড়ের মধ্যে একজন টুপিটি দিয়েছেন। বিচারক জানতে চান, কে দিয়েছে? রিগ্যান বলেন, চিনি না। তখন বিচারক বলেন, টুপিটি নিলেন কেন? রিগ্যান বলেন, কালেমা শাহাদাত লেখা ছিল, ভালো লাগায় টুপিটি নিয়েছি। বিচারক বলেন, আর কাউকে কি টুপি দিয়েছিল? তখন রিগ্যান বলেন, না আর কাউকে দেয়নি। প্রিজন ভ্যানে ওঠার পর রাজীব গান্ধী আমার টুপিটি নিয়ে পরেছে।