ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ই-বার্তা ডেস্ক।। বুধবার (০৩ এপ্রিল) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম জানান, বেলা ১১টার দিকে ওই ব্যক্তি ভেড়ামারা রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় খুলনা থেকে রাজশাহীগামী আন্তনগর ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান।
উল্লেখ্য, নিহতের মহদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ই-বার্তা/ মাহারুশ হাসান