ভোটার তল্লাশিতে মহিলা বাহিনীর দাবী বিজেপির
ই-বার্তা ডেস্ক।। ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফায় আগামীকাল (রবিবার) ভোটগ্রহণ শুরু হবে। এরমধ্যে নির্বাচন কমিশনের কাছে বুথের নিরাপত্তায় মহিলা বাহিনী মোতায়েনের দাবী জানিয়েছে বিজেপি।
রবিবার শেষ দফায় (৭ম দফায়) দেশটির রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ওইসব কেন্দ্রের অধিকাংশই কলকাতা ও তার পার্শ্ববর্তি এলাকায়।
বিজেপির দাবি, বোরখাপরা মহিলাদের পরীক্ষা করতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনীর মহিলা কর্মীদের। বিশেষ করে মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলিতে।
বিজেপির জাতীয় সভাপতি রাহুল সিনহা জানিয়েছেন, ‘এই দফায় বেশকিছু বুথ রয়েছে যেগুলি মুসলিম অধ্যুষিত। ওইসব বুথ থেকে প্রায়ই অভিযোগ আসে, পুরুষ ভোটাররা বোরখা পরে জাল ভোট দিয়ে যায়।’
তিনি আরো বলেন, আমরা মহিলা সশস্ত্র বাহিনী চেয়েছি। এতে ভোটদাতাদের ঠিকঠাক তল্লাশি করা যাবে।
রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘আমরা চাই মানুষ নির্ভয়ে ভোট দিক। আমরা চাই না তাদের ওপরে কেউ প্রভাব খাটাক। দলের পক্ষ থেকে প্রতিটি বুথে সিসিটিভি ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানানো হয়েছে।’
আগামীকালের ভোটগ্রহণ পর্বের মাধ্যমে ভারতে লোকসভা নির্বাচনের ভোট পর্ব সমাপ্ত ঘটবে। এরপর আগামী ২৩ মে নির্বাচনের ফলাফল জানানো হবে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু