ভোট কারচুপির অভিযোগে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কর্মসূচি ঘোষণা
ই-বার্তা ডেস্ক।। জাতীয় ঐক্যফ্রন্ট ভোট কারচুপির অভিযোগে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ।
আগামী ৬ ফেব্রুয়ারি কালো ব্যাজ ধারণ ও ২৪ ফেব্রুয়ারি গণশুনানি কার্যক্রমের ঘোষণা দিয়েছে ঐক্যফ্রন্ট। আজ বিকাল সাড়ে ৪টার দিকে শুরু হয় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক।
আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় তিনি বলেন, ভোট কারচুপির এ নির্বাচনের প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি কালো ব্যাজ ধারণ করা হবে। এবং আগামী ২৪ ফেব্রুয়ারি এর প্রতিবাদে গণশুনানি কর্মসূচি পালন করা হবে।
এ সম য়তিনি জানিয়েছেন যে, গণফোরামের দুই নির্বাচিত এমপি শপথ নেবেন না।
বৈঠকে ড. কামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, ডক্টর রেজা কিবরিয়া, জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম