ভোল পাল্টে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার আশ্বাস ট্রাম্পের
ই-বার্তা ডেস্ক।। কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘পাশে থাকার’ আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে নিজের অবস্থান বদল করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এবার পাকিস্তানের প্রধানমন্ত্র ইমরান খানের সঙ্গে বৈঠকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার কথা বলেছেন তিনি।
হিউস্টনে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে মোদির সখ্যতা দেখে ভারত আশায় বুক বেঁধেছিল। দেশটি মনে করছিল, পাকিস্তান আর ট্রাম্পের কাছে পাত্তা পাবে না। কিন্তু বাস্তবে হল তার উল্টো।
‘কৌশলী’ ট্রাম্প ইমরান খানকে বলেছেন, ‘আমি পাকিস্তানের উপরে ভরসা করি। আমি চাই কাশ্মীরে সবাই ভাল থাকুন। প্রধানমন্ত্রী মোদি ও প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আমার সম্পর্ক ভাল। তারা দুজনে যদি বলেন যে আমাদের একটা সমস্যা দূর করার আছে, তা হলে আমি সেটা করতে পারি।’
ট্রাম্পের দাবি, তিনি খুবই ভাল ‘মধ্যস্থতাকারী’। কয়েক দিন আগে ইমরানের পাশে বসে ট্রাম্প দাবি করেছিলেন, কাশ্মীর নিয়ে মোদি তাকে মধ্যস্থ হওয়ার অনুরোধ জানিয়েছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু