ভয়াবহ অগ্নিকাণ্ডে পটুয়াখালীতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
ই-বার্তা ডেস্ক।। ভয়াবহ অগ্নিকাণ্ডে পটুয়াখালীতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
আজ রোববার ভোর ৫টায় শহরের সেন্টার পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাসেল মাহমুদ আহাজারি করে বলেন, রাতে আগুন লেগে এক এক করে উত্তম দাসের চয়েজ টেইলার্স, উত্তম কুমারের সান টেইলার্স ও আমার নন্দিনী টেইলার্স পুড়ে ছাই গেছে। আমরা এখন পথের ফকির হয়ে গেলাম। আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছেসয়
স্থানীয় বাসিন্দা প্রসান্ত এ বিষয়ে জানান, সঠিক সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এলে কিছুটা রক্ষা পেত। তাদের আসার ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম