মক্কায় আরও এক বাংলাদেশি হজ্বযাত্রীর মৃত্যু

ই-বার্তা।। সৌদি আরবে হজ পালন করতে গিয়ে শুক্রবার মক্কায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার সকালে মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়ের কাউন্সিলর মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

প্রয়াত আবুল কাসেমের (৬৫) বাড়ি কুমিল্লা জেলায়। চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ৩৮ জন, মদিনায় ছয়জন ও জেদ্দায় দুজনসহ মোট ৪৬ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

 

এর মধ্যে আট জন নারী ও ৩৮ জন পুরুষ। এ দিকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৭১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ এক লাখ ২৭ হাজার ২৯৭ জন হজযাত্রী সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট