মগবাজারে আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট।। রাজধানীর মগবাজার এলাকার আবাসিক হোটেল বইখালী থেকে বৃষ্টি(১৬) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে আবাসিক হোটেল ৪০৭ নম্বর কক্ষ থেকে উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিহত বৃষ্টি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোহাম্মদ আনোয়ার হোসেনের মেয়ে ।জানা যায়, আজ সোমবার সকালে দুলা ভাইকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে ওঠেন। রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম এ তথ‍্য নিশ্চিত করেছে ।

তিনি জানান, হত্যা না অন্য কোনো ঘটনা তা জানা যায়নি। ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনার পর থেকে ওই দুলাভাই পলাতক রয়েছে বলেও তিনি জানান।

 

 

ই-বার্তা।সূত্র বাংলাদেশ প্রতিদিন