মগড়া নদী থেকে মরদেহ উদ্ধার
ই-বার্তা ডেস্ক।। সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোণায় মগড়া নদী থেকে গলিত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল জানান, বিকেলে স্থানীয় এক ব্যক্তি ওই নদীতে কচুরিপানা সংগ্রহ করতে গেলে মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান বলেন, মরদেহটি গলে যাওয়ায় নারী-পুরুষ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়াও মরদেহটি নারী না পুরুষের সেটিও জানা যাবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ই-বার্তা/ মাহারুশ হাসান