মশার ওষুধ কার্যকর হয়নি বলেই এত ডেঙ্গু রোগী: স্বাস্থ্যমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন যে, সিটি করপোরেশনের মশার ওষুধ কার্যকর হয়নি বলেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা এত বেশি।
আজ বুধবার (২৪ জুলাই) দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময় ডেঙ্গু প্রতিরোধে আরও কার্যকর ওষুধ ব্যবহার করা উচিত জানিয়ে মন্ত্রী বলেন, এখন ডেঙ্গুর ধরন পাল্টে গেছে। তাই ডেঙ্গুমুক্ত থাকতে আরও কার্যকরী ওষুধের প্রয়োজন।
মশার ওষুধ কাজ না করায় ডেঙ্গুর এমন প্রাদুর্ভাব কি না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হ্যাঁ মশার ওষুধ কাজ করেনি দেখেই এবার ডেঙ্গু বেশি বলে মনে করি।
এক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রণালয় মশার ওষুধ পরীক্ষা করবে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা স্বাস্থ্যমন্ত্রণালয়ের কাজ নয়। কৃষি মন্ত্রণালয় মশার ওষুধ পরীক্ষার কাজ করে। তবে স্বাস্থ্যমন্ত্রণালয়কে বলা হলে তা ভেবে দেখা হবে।
স্বাস্থ্য অফিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার আরেক গবেষণায় সাড়ে তিন লাখ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী বাংলাদেশে আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অধিদফতরের পরিচালক বলেন, জ্বর হলেই অনেকে বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন। তারা ভাবছেন তারা ডেঙ্গু রোগী। তবে তা নয়, অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যাচ্ছেন।