মাঝ আকাশে খুলে গেলো এয়ার ইন্ডিয়ার জানালা!

ই-বার্তা ।।  বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের ফ্লাইটটি প্রায় ১০ থেকে ১৫ মিনিট আকাশপথে ঝাঁকুনি খায়। এ সময় সিট বেল্ট না পড়ায় এক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের জানলা খুলে যায়। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি মাঝ আকাশে প্রচণ্ড ঝাঁকুনি খায় বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা।

তিনি জানান, সিট বেল্ট না বাঁধায় ওই যাত্রী মাথার ওপর থাকা কেবিনে বাড়ি খেয়ে আহত হন। এ ঘটনায় আরও দুইজন যাত্রী আহত হয়েছেন।

জানা গেছে, প্রচণ্ড ঝাঁকুনির সময় মাথার ওপর থাকা অক্সিজেন মাস্কগুলোও পড়ে যায়। এ সময় একটি সিটের ওভারহেড প্যানেল কভারে ফাটল দেখা দেয়। বিমানটির জানলার প্যানেলের একটি অংশ ভেতরে খুলে পড়ে। তবে জানলার বাইরের অংশ ভেঙে না পড়ায় স্বস্তি দেখা দিলেও অনেক যাত্রী স্বাভাবিকভাবেই ভীত হয়ে পড়েন।

এদিকে, এয়ার ইন্ডিয়া ও বেসামরিক বিমান অধিদপ্তর কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।