মাত্র ২৫ ডলারের বিনিময়েই অস্ত্রের লাইসেন্স মেলে নিউজিল্যান্ডে
ই-বার্তা ডেস্ক ।। মাত্র ২৫ ডলারের বিনিময়েই অস্ত্রের লাইসেন্স মেলে নিউজিল্যান্ডে। এছাড়া একজন মানুষ কী পরিমাণ গুলি বা এ সংক্রান্ত সরঞ্জাম কিনতে পারবেন সেই বিষয়ে কোনো বিধিনিষেধ নেই দেশটির আইনে। কোনো লাইসেন্সধারীর কাছে কী রকম আগ্নেয়াস্ত্র আছে জাতীয় রেজিস্টারে তার কোনো হিসেবও নেই।
কোনো বিদেশি যদি অস্ত্রের লাইসেন্স নিতে চান তবে বিমানবন্দর পুলিশকে শুধু দেখাতে হবে তার নিজের দেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আছে। এ ক্ষেত্রে আর কোনো কাগজপত্রের দরকার করা হয় না। একজন মানুষ কেন আগ্নেয়াস্ত্র রাখতে চান সেই বিষয়েও কোনো জিজ্ঞাসা থাকে না। দেশটিতে পর্যটকদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বৈধ থাকে ১২ মাস বা এক বছরের জন্য।
তবে ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনার অস্ত্রের লাইসেন্সের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া