মাদ্রাসার শিক্ষার্থীরা অন্যদের থেকে বেশি মেধাবী: ধর্ম প্রতিমন্ত্রী

ই-বার্তা ডেস্ক ।।  কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের প্রশংসা করে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ জানিয়েছেন, ছোটবেলায় কওমী মাদ্রাসায় পড়াশোনা করে তিনিও দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছেন।কওমি মাদ্রাসার ছাত্রদের যোগ্যতা অন্য ধারার শিক্ষার্থীদের চেয়ে কোন অংশে কম নয়, বরং ক্ষেত্র বিশেষ তা বেশি।

তিনি বলেন, কওমী মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা প্রচুর জ্ঞান অর্জন করে। যা অন্য কোন সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভব হয় না। বিএনপি-জামায়াত-শিবির চক্র কওমী সনদ দেওয়ার কথা বলে কওমীদের সবসময় ব্যবহার করেছে। তারা কওমী সনদের নামে মুলা ঝুলিয়ে রেখেছিল।
শুক্রবার বিকেলে পটিয়া আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দাওরায়ে হাদীসের সমাপনী পাঠদান অনুষ্ঠান উপলক্ষে ৯৮তম খতমে বোখারী শরীফ ও এজলাহী জোড়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, তিনি মন্ত্রীত্ব পাওয়ার পর দশটি কওমী মাদ্রাসা পরিদর্শনের পরিকল্পনা নিয়েছিলেন। তার অংশ হিসেবে জিরি মাদ্রাসায় দাওরায়ে হাদীসের সমাপনী পাঠদান ও খতমে বোখারী শরীফে অংশগ্রহণ করেছেন।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া