মানসিক নির্যাতন করা হয়েছিলো অভিনন্দন’কে
ই-বার্তা ডেস্ক।। ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে পাকিস্তানে শারীরিক নির্যাতন করা না হলেও মানসিক নির্যাতনের করা হয়েছিল।জানিয়েছে ভারতের বার্তাসংস্থা এএনআই।
শনিবার সরকারি একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেছেন, অভিনন্দন বর্তমান ৫৮ ঘণ্টা পাকিস্তানের হেফাজতে ছিলেন। এই পুরোটা সময়জুড়েই তাকে ‘মানসিক যন্ত্রণা’ সইতে হয়েছে।
ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে গত শুক্রবার (১ মার্চ) রাতে ফিরিয়ে দেয় পাকিস্তান। ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান। এর আগে গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় এই পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
উল্লেখ্য, হামলায় প্রায় ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করে ভারত। এর একদিন পরই অর্থাৎ বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্ত ও পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে আটক করে পাকিস্তান।
হামলার ঘটনার পর থেকে ভারত-পাকিস্তান কাশ্মীর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান