মাশরাফি জানালেন কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ দল
ই-বার্তা ডেস্ক।। নিউজিল্যান্ড সফরের শেষ ওয়ানডে ম্যাচে বুধবার (২০ ফেব্রুয়ারি) মাঠে নামবে টাইগাররা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশরাফি ধারণা দিলেন বিশ্বকাপ একাদশের ব্যাপারেও।
চলতি কিউই সফর শেষে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আর এই দল নিয়েই আয়ারল্যান্ড সফরেও যাবে দল, এমনটাই জানালেন মাশরাফি, ‘বিশ্বকাপের দল গড়ার আগে হয়তো এটা শেষ ওয়ানডে। বিশ্বকাপের স্কোয়াড নিয়ে আমরা আয়ারল্যান্ডে যাব। আমার মনে হয় খুব বেশি বদল হবে না। দলে অভিজ্ঞরাই আছে।’
নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ দলে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাসম্পন্ন অনেকেই আছেন। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেনদের অভিজ্ঞতা অনেক। নিজের শেষ বিশ্বকাপে মাঠে নামবেন অধিনায়ক মাশরাফি। সাকিব আল হাসান ইনজুরির কারণে চলতি সফরে না আসতে পারলেও অভিজ্ঞতার বিচারে কারো চেয়ে কম নন তিনি।
ই-বার্তা/ মাহারুশ হাসান