মুক্তির অপেক্ষায় শাকিব-মিম
ই-বার্তা।। শাকিব খান ও বিদ্যা সিনহা মিমের ছবি ‘আমি নেতা হবো’র শুটিং চলতি বছরের জুলাই মাসে শুরু হয় । এরপর শুটিং ও কিছু জটিলতা কাটিয়ে ছবিটি এখন সেন্সরের বোর্ডের টেবিলে।
জানা যায়, গত বৃহস্পতিবার এটি সেন্সর বোর্ডে জমা হয়েছে।‘আমি নেতা হবো’ পরিচালনা করেছেন উত্তম আকাশ, প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এতে আরও অভিনয় করছেন ওমর সানী, মৌসুমী ও কাজী হায়াৎ।
চলচ্চিত্রটির কাজ অনেকটা ঝামালের মধ্যেই শুরু হয়েছিল । চলচ্চিত্র পরিবার থেকে শাকিব খানকে বয়কটের ঘোষণা দেওয়ার পর উচ্চ আদালতের আদেশে শাপলা মিডিয়ার ‘আমি নেতা হবো’র কাজ শুরু করে।
তাই ছবিটির শুটিং সম্পন্না হওয়া নিয়েও ছিল শঙ্কা। তবে সব কাজ শেষ করে এখন শুধু আর সেন্সর ছাড়পত্র মিললে ছবিটি পর্দায় উঠতে পারবে।
শাকিব খান ও বিদ্যা সিনহা মিমের এটি দ্বিতীয় ছবি। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল তাদের ‘আমার প্রাণের প্রিয়া’। এর মধ্যে তাদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।