মুম্বাই ইন্ডিয়ানসের সমর্থন চাইলেন মোস্তাফিজুর রহমান

ই-বার্তা ডেস্ক।। মোস্তাফিজুর রহমান দলে যোগ দেয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া মারফত বাংলাদেশের বোলিং বিস্ময়ের সব খবরাখবর জানিয়ে দিচ্ছে মুম্বাই।  প্রথমবারের মতো দলে পেয়ে মোস্তাফিজুর রহমানকে নিয়ে আগ্রহের কমতি নেই মুম্বাই ইন্ডিয়ানসের। তার সেরাটা বের করে আনতে তুমুল চেষ্টা করে যাচ্ছে তারা। 

 

সতীর্থদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে টাইগারদের সাবেক ওপেনার নাফিস ইকবালকে দ্য ফিজের দোভাষী হিসেবে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাকে হিন্দি ভাষাও শেখাতে চাইছে।

 

মোস্তাফিজকে নিয়ে যে মুম্বাই ভীষণ মেতে আছে, তাদের ওয়েবসাইটে ঢু মারতেই প্রমাণ পাওয়া গেল। তার দীর্ঘ এক সাক্ষাৎকার ছেপেছে সাইটটি। এতে উল্লেখ করা হয়েছে, নিকট অতীতে মোস্তাফিজের মতো আর কোনও বোলারই এতটা আগ্রহ তৈরি করতে পারেননি।

 

মুম্বাইয়ে দ্য ফিজের দেখভালো করছেন রমাকান্ত আচরেকার। কিংবদন্তি ক্রিকেট ব্যক্তিত্বের পরিচর্যাকে মোস্তাফিজের ভাই মোখলেসুর রহমানের সঙ্গে তুলনা করা হয়েছে। মোখলেসুরের কারণেই আজকের অবস্থানে ২১’র বিস্ময়।

 

আইপিএলে নিজের প্রথম আসরেই চমক দেখান মোস্তাফিজ। দুরন্ত গতি, সর্পিল সুইং, বিষাক্ত ইয়র্কার ও কাটারে ব্যাটসম্যানদের নিয়ে ছিনিমিনি খেলেন তিনি। তার অনন্য বোলিং নৈপুণ্যে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে সানরাইজার্স হায়দরাবাদ। সেরা উদীয়মান ক্রিকেটারের খেতাবও জেতেন তিনি।

 

তবে দ্বিতীয় আসরটি দুঃস্বপ্নের মতো কাটে কাটার মাস্টারের। মাত্র এক ম্যাচ খেলিয়েই তাকে বসিয়ে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। বোঝায় যাচ্ছিল, হায়দরাবাদে তার দিন শেষ। অবশেষে তাই ফলেছে। ১১তম আসরে বোলিং মায়েস্ত্রোকে ছেড়ে দিয়েছে হায়দরাবাদ। সুযোগটি লুফে নিয়েছে মুম্বাই। ২ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

 

নিলামের দিন মোস্তাফিজ নিজেও জানতেন না তাকে কেউ কিনেছে কি না! মুম্বাইয়ের কেনার খবরটি জানান তার কোচ। মোস্তাফিজ বলেন, নিলামের দিন আমার ম্যাচ ছিল। ফলে নিলাম দেখা হয়নি। কোচ জানান, আমাকে কিনেছে মুম্বাই। জেনে আমি ভীষণ খুশি হয়েছিলাম।

 

আজ শনিবার মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে পর্দা উঠছে মাল্টি মিলিয়ন ডলারের এ টুর্নামেন্টের। প্রথম ম্যাচেই মাঠে নামছেন মোস্তাফিজ। তাকে নিয়ে চ্যাম্পিয়নদের মাতামাতির প্রতিদানও দিলেন।

 

দলের প্রতি নিজের ভক্ত-সমর্থকদের সমর্থন চেয়েছেন তিনি, মানুষ আমাকে ভালোবাসে,কারণ তারা দেখে প্রতিদিন আমি কী করি। কঠোর পরিশ্রম করে তাদের খুশি রাখার চেষ্টা করব আমি। আশা করব, তারা আমাকে আরও ভালোবাসবেন।

 

এখন আমি মুম্বাইয়ের হয়ে খেলতে এসেছি। আশা করব, সবাই একসঙ্গে হয়ে দলকে সমর্থন করবেন। শুধু মোস্তাফিজ নয়, গোটা দলকে সমর্থন দিন—এটাই আমার প্রত্যাশা।

 

 

ই-বার্তা/ডেস্ক