মুরসির মৃত্যুর জন্য দেশটির স্বৈরাশাসন দায়ীঃ এরদোগান
ই-বার্তা ডেস্ক।। মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুর জন্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।
সোমবার ইস্তাম্বুলে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এরদোগান বলেন, যারা সাবেক এই প্রেসিডেন্টকে কারাগারে পাঠিয়েছিল এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ইতিহাস কখনও সেই স্বৈরশাসককে ক্ষমা করবে না।
সাবেক স্বৈরশাসক হুসনি মোবারকের পতনের পর মিসরে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সোমবার আদালতের কাঠগড়ায় বিচার চলাকালে মারা যান। ২০১৩ সালে সেনাবাহিনীর দ্বারা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই কারাগারে ছিলেন মুরসি।
৬৭ বছর বয়সী মুরসি মুসলিম ব্রাদারহুডের নেতা ছিলেন। মুরসি প্রেসিডেন্ট থাকা অবস্থায় মিসর ও তুরস্কের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। ২০১৩ সালে মুরসিকে ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্ট হন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি। এরপর থেকে মিসরের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে।
টেলিভিশনে দেওয়া বক্তব্যে মুরসির মৃত্যুকে শহীদের সাথে তুলনা করে এরদোগান বলেন, ‘আমাদের চোখে মুরসি হলেন একজন শহীদ। তিনি যা বিশ্বাস করতেন, সেই বিশ্বাসের জন্য তাকে প্রাণ দিতে হয়েছে।’
ই-বার্তা/সালাউদ্দিন সাজু