মুরসির হৃদয়ে চিরদিনই ছিল ফিলিস্তিনঃ হামাস
ই- বার্তা ডেস্ক।। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নেতা ইসমাইল হানিয়ে বলেছে, মিসরের প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট প্রয়াত মোহাম্মদ মুরসি চিরদিন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। কারণ তার হৃদয়ে চিরদিনই ছিল ফিলিস্তিন।
গতকাল বুধবার গাজায় এক জনসভায় এ কথা বলেন। খবর আনাদোলুর।
গত সোমবার আদালতে শুনানিকালে কাঠগড়ায় ঢলে পড়েন ওই ব্রাদারহুড নেতা। এভাবেই বিনাচিকিৎসায় ২০ মিনিট পড়েছিলেন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ইসমাইল হানিয়ে বলেন, প্রেসিডেন্ট হওয়ার পরও মুরসির মনে-প্রাণে ছিল ফিলিস্তিন। ২০১২ সালে ইহুদিবাদী দখলদার ইসরাইল যখন গাজায় নিরস্ত্র মানুষের ওপর হামলা শুরু করে, তখন মুরসির তৎপরতায় তা বন্ধ হয়। মুরসির মৃত্যুতে ফিলিস্তিনে তিন দিনের শোক দিবস ঘোষণা করা হয়।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম