মেসির পথেই হাটলেন রোনালদো
ই- বার্তা ডেস্ক।। রাশিয়া বিশ্বকাপে উরুগুয়ের কাছে ১-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বাদ পরার পর আর দেশের জার্সিতে মাঠে নামেনি ক্রিশ্চিয়ানো রোনালদো। একই কাজ করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
এর মধ্যে কেটে গেছে ৮ মাসের বেশি সময়। এসময়ে তিনটি করে ম্যাচে জিতেছে ও ড্র করেছে পর্তুগাল। অবশেষে মেসির মতো পর্তুগালের হয়ে মাঠ মাতাতে জাতীয় দলে ফিরলেন রোনালদো। চলতি মাসে হতে যাওয়া ইউরো-২০২০ এর বাছাইপর্বের দুইটি ম্যাচের জন্য রোনালদোকে দলে রেখেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
পর্তুগালের জার্সি গায়ে ১৫৪ ম্যাচে ৮৫টি গোল করেন রোনালদো। এবার ক্লাব ফুটবলের সব প্রতিযোগিতায় জুভেন্টাসের হয়ে দারুণ ফর্মে রোনালদো।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ