মোস্তাফিজদের বিপক্ষে গেইলের শক্তিশালী একাদশ

ই-বার্তা ডেস্ক ।।  একটি পরাজয়ে মোস্তাফিজের মুম্বাইকে ছিটকে দিতে পারে আইপিএলের ১১তম আসর থেকে। তেমনি একটি জয়ে আশা বাঁচিয়ে রাখবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এই সমীকরণ মাথায় নিয়েই ঘরে মাঠে কিংস ইলেভন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে তিন বারের চ্যাম্পিয়নরা। বুধবার (১ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

 

এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অপরদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে একধাপ উপরে আছে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব।

আইপিএলের চলতি আসরের শুরুটা ভালো হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। খুব অল্প ব্যবধানে দলটি হেরে যায় কয়েকটি ম্যাচে। অন্যদিকে পাঞ্জাবের শুরুটা ছিল দারুণ। তবে আজকের ম্যাচটি গুরুত্বের সাথে নিচ্ছে দেই দলই। দু’দলই চাইবে নিজেদের সেরাটা দিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে। যদিও রান রেটের বিচারে পাঞ্জাবের থেকে এগিয়ে আছে মোস্তাফিজের মুম্বাই।

আজ জিতলে পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থানে চলে আসবে মুম্বাই। কারণ তাদের রান রেট বর্তমানে ০.৪০৫। অন্যদিকে আজ হারলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে পাঞ্জাবের জন্য। কারণ রান রেটের বিচারে বাকিদের থেকেও অনেক পিছিয়ে আছে তারা। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবের একাদশে ফিরতে পারেন স্পিনার মুজিব উর রহমান। অন্যদিকে কঠিন এই ম্যাচে আজও কি ফিরবেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান? সম্ভবত না। ভারতীয় গণমাধ্যমে সম্ভাব্য যে একাদশ এসেছে, তাতে আজও সাইডলাইনেই বসিয়ে রাখা হতে পারে বাংলাদেশি কাটার মাস্টারকে।

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ: এভিন লুইস, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, বেন কাটিং, জেপি ডুমিনি/কাইরন পোলার্ড, মিচেল ম্যাকক্লেনাঘান, জাসপ্রিত বুমরাহ, মায়াঙ্ক মারকান্ডে।

পাঞ্জাবের সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার, অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টোয়নিস/মুজিব উর রহমান, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), অ্যান্ড্রু টাই, মোহিত শর্মা, অঙ্কিত রাজপুত।