মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত
ই- বার্তা ডেস্ক।। রাজধানীর মোহাম্মদপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মাদক বিক্রেতা ছিলেন বলে জানিয়েছে র্যাব। এই ‘বন্দুকযুদ্ধে’ র্যাবের দুই সদস্য আহত হয়েছেন
আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম নবী হোসেন (৪৭) । তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার কুতুবদিয়া গ্রামের বাসিন্দা।
এই বিষয়ে র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, ভোরে ঢাকা উদ্যান এলাকায় র্যাবের চেকপোস্ট ছিল। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একদল অস্ত্রধারী তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলিসহ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা। তিনি আরও জানান, এই ‘বন্দুকযুদ্ধে’ র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম