ম্যাচপ্রতি কোহলিদের আয় হবে ৬১ কোটি টাকা

ই-বার্তা  ডেস্ক।।  বিশাল অঙ্কের বিনিময়ে ২০১৮ থেকে ২০২৩ সালের জন্য ভারতীয় ক্রিকেট দলের মিডিয়া স্বত্ব কিনে নিল স্টার ইন্ডিয়া গ্রুপ। আগামী পাঁচ বছরের জন্য ভারতের মাটিতে আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টের টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচারের অধিকার এখন এই গ্রুপের হাতে৷

তিন দিনের ই-নিলাম শেষে বিরাট কোহলিদের প্রতি ম্যাচের জন্য বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের অর্থভান্ডারে যোগ হবে প্রায় ৬১.১ কোটি টাকা৷

 

নিলামে ৬১৩৮.১ কোটি টাকার বিনিময়ে বিসিসিআই নিয়ন্ত্রিত সব ম্যাচের সম্প্রচারের দায়িত্ব পেল স্টার ইন্ডিয়া৷

 

যা আগের পাঁচ বছরের মিডিয়াস্বত্বের তুলনায় প্রায় দ্বিগুণ৷ ২০১২ থেকে ২০১৮ ক্রীড়াবর্ষে ৩৮৫১ কোটি টাকার বিনিময়ে মিডিয়া স্বত্ব কিনেছিল স্টার ইন্ডিয়া গ্রুপই৷

 

 

ই-বার্তা/ডেস্ক