ম্যাচের পর পিএসএলে দুই দলের লড়াই
ই-বার্তা ডেস্ক।। এক সপ্তাহ না যেতেই বিতর্কে পড়লো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ আসর। দুবাইয়ে শনিবার লাহোর কালান্দার্স আর করাচি কিংসের ম্যাচের পর হয়ে গেল লঙ্কাকাণ্ড।
ম্যাচ তখন শেষ। লাহোর জিতেছে ২২ রানে। এরপরই মাঠের বাইরে লেগে যায় দুই দলের মধ্যে। খেলোয়াড়দের মধ্যে নয়, দুই দলের টিম ম্যানেজম্যান্টের মধ্যে। ঘটনা নিয়ে উভয় দলই পিএসএল ম্যানেজম্যান্টের কাছে অভিযোগ করেছে।
করাচি কিংস অভিযোগ করেছে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপে বক্সে বসে ছিলেন লাহোর কালান্দার্সের একজন। যিনি বাজে ভাষা ব্যবহার করেছেন।
একইসঙ্গে লাহোর কালান্দার্সের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, করাচি দলের সিনিয়র ম্যানেজম্যান্ট বাজে ব্যবহার করেছেন।
ই-বার্তা/ মাহারুশ হাসান