ম্যানকাডিং আউট এর সুযোগ পেয়েও অশ্বিনকে ছার দিলেন রাসেল

ই-বার্তা ডেস্ক।।  রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলারকে ‘মানকাড’ রানআউট করে সমালোচনায় পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অথচ অশ্বিন নিজেই বুধবার ইডেন গার্ডেনসে ম্যানকাডিং রান আউটের ফাদে পা দিচ্ছেলেন।

কিন্তু কলকাতা নাইটরাইডার্সের ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল, অশ্বিনকে ম্যানকাডিং আউটের সুযোগ পেয়েও  অশ্বিনকে ছাড় দিয়েছেন। 

গত সোমবার পাঞ্জাবের ছুড়ে দেয়া ১৮৫ রানের টার্গেট ভালোভাবেই তাড়া করছিল রাজস্থান। ৬৯ রান করে ফেলেছিলেন বাটলার। ইনিংসের ১৩তম ওভারে নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন তিনি। অশ্বিন বল করার আগেই ক্রিজ ছেড়ে দেন এ ব্যাটসম্যান। পেছনে ফিরে দেখেন স্ট্যাম্প ভেঙে দিয়েছেন বোলার। ঘটনার আকস্মিকতায় কিছুটা অবাক হলেও নিয়ম মেনে সাজঘরে ফেরেন বাটলার। তার আউটে  শেষ পর্যন্ত খেসারত গুনতে হয় রাজস্থানকেঙ্ন।

মানকাড আউট নিয়ে বিতর্ক আগেও উঠেছে। তবে এবার এমন আউটের পর সোশ্যাল মিডিয়ায় অশ্বিনকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন সাবেক ক্রিকেটারসহ সংশ্লিষ্টরা।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ