ময়মনসিংহে শিক্ষিকাকে উত্ত্যক্ত, ছাত্রলীগ নেতার ১০ দিনের জেল
ই- বার্তা ডেস্ক।। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় স্কুলশিক্ষিকাকে উত্ত্যক্তের অপরাধে এক ছাত্রলীগ নেতাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম মমিনুল ইসলাম। তিনি উপজেলার তারাটি পূর্বপাড়ার বাসিন্দা শুকুর আলীর ছেলে। মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মমিনুল।
বিষয়টি নিশ্চিত করেন মুক্তাগাছা থানা পুলিশের ওসি আলী মাহমুদ। তিনি বলেন, শহরের কালীবাড়ি পুকুরপাড়ের পৌর এলাকার একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকাকে উত্ত্যক্ত করেন মমিনুল ইসলাম। পরে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। মমিনুল ইসলামের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় একটি নিয়মিত মামলা এবং দুটি ওয়ারেন্ট আছে। তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম