যত হামলা হবে, আমাদের মনোবল তত শক্ত হবে: তাবিথ
ই- বার্তা ডেস্ক।। আমাদের ওপর যত হামলা-ভাঙচুর হবে ততই আমাদের মনোবল শক্ত হবে। বললেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মিরপুর ৬ এর কাঁচাবাজার এলাকায় গণসংযোগ শুরুর পর তিনি এসব কথা বলেন।
এসময় ২০ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। আগামী ১ তারিখে হামলার জবাব দেওয়া হবে ধানের শীষে রায়ের মাধ্যমে।অ্যাঁ
তাবিথ আউয়াল বলেন, আমরা মানসিকভাবে প্রস্তুত। কোনো অঘটনে আমরা ভাঙবো না। বরং হামলা-ভাঙচুরের পরে আমরা আরও বেশি সাড়া পাচ্ছি।