যশোরের শার্শায় ৬৪০ বোতল ফেন্সিডিল সহ আটক -১
ই- বার্তা।। যশোরের শার্শায় ও বেনাপোলে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৬৪০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক পাচারকারীকে আটক করেছে।
আজ শুক্রবার দুপুরে শার্শা থানার গোগা বিজিবি ক্যাম্পের সদস্যরা হরিশচন্দ্রপুর মাঠের মধ্যে থেকে ৯০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে।
অপর অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি। অপর দিকে বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা দৌলতপুর গ্রামের আমবাগানের মধ্যে থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক ইমরান উল্লাহ সরকার, পিবিজিএমএস ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন।
জসিম উদ্দিন ,বেনাপোল প্রতিনিধিঃ