যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র হলেন বাংলাদেশি গৃহবধূ রওশন
ই- বার্তা ডেস্ক।। বাংলাদেশি-ব্রিটিশ রওশন আরা যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ।
রামসগেট তান্দুরি নামে একটি রেস্টুরেন্টের মালিক রওশন আরা। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী।
বাংলাদেশে রওশান আরার জন্ম মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। তার বাবার নাম ইঞ্জিনিয়ার রজব আলী। তার বিয়ে হয় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বাসিন্দা রেজাউর রহমান জামানের সঙ্গে। তার শ্বশুরবাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ায়।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো এই বিষয়ে জানায়, এর আগে লেবার দল থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন রওশন আরা। দীর্ঘদিন ধরে কাজ করছেন রামসগেট শহরের গৃহহারা মানুষের জন্য।
মেয়র হওয়ার অনুভূতি জানিয়ে রওশন বলেন, ‘শহরের মেয়র নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। এটা সম্মানের। আমাদের বৈচিত্রময় এ সমাজের সবার উপকারের স্বার্থে আমি কাজ করতে চাই। সমমনাদের ঐক্যবদ্ধ করে একজন সমাজকর্মী হিসেবে সবার জন্য কাজ করতে চান বলেও জানান তিনি।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম