যুবলীগের সপ্তম কংগ্রেস আজ
ই- বার্তা ডেস্ক।। যুবলীগের সপ্তম কংগ্রেস আজ।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১১টায় এ কংগ্রেস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
পরে দ্বিতীয় সেশনে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে সংগঠনটির নতুন নেতৃত্ব আসবে।
সম্মেলন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে যুবলীগ। সম্মেলনে কাউন্সিলর-ডেলিগেট এবং আমন্ত্রিত অতিথি মিলে প্রায় ৩০ হাজার লোকের সমাগম হবে বলে আশা করছে যুবলীগ।
সাত বছর পর শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুবলীগের জাতীয় কংগ্রেস। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মধ্যে যুবলীগের জাতীয় কংগ্রেসকে ঘিরেই জনমনে রয়েছে সব থেকে বেশি আগ্রহ।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলের মধ্যে শুরু হওয়া শুদ্ধি অভিযানে সব থেকে বেশি আলোচনায়ও ছিলো যুবলীগের নাম। তাই নতুন নেতৃত্বে কাঁধে থাকবে সংগঠনের ইমেজ পুনরুদ্ধারের বাড়তি দায়িত্ব। এর মধ্যে সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যহতিও দেওয়া হয়েছে। চয়ন ইসলামকে আহ্বায়ক ও যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদকে সদস্য সচিব করে কংগ্রেসের প্রস্তুতি চলছে।
যুবলীগের আগের ৬ সম্মেলনের চারটিতেই নেতৃত্বে দেখা গেছে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি এবং তার নিকটাত্মীয়দের। এবারের সম্মেলনের আগেও আলোচনায় আছেন শেখ ফজলে শামস পরশ। সম্পর্কে তিনি ব্যারিস্টার ফজলে নূর তাপসের ছোট ভাই, পেশায় শিক্ষক। চ্যানেল আই অনলাইনের কাছে থাকা তথ্যমতে, পরশ ইতোমধ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে যুবলীগের নেতৃত্বে আসার বিষয়ে ইচ্ছে পোষণ করেছেন।
পরশের পাশাপাশি যুবলীগের শীর্ষ পদের আলোচনায় রয়েছে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইমের নাম, তারা দু’জনই শেখ সেলিমের ছেলে।
তারা দু’জনই রয়েছেন যুবলীগের সদস্য হিসেবে, সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যের পদও তাদের। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ওই পরিবারের বাইরে থেকেই নেতৃত্ব আসার সম্ভবনা বেশি।