যৌথ সভায় বসছে বিএনপি
ই-বার্তা ডেস্ক ।। ২৬ মার্চ উপলক্ষে দলের কর্মসূচি ঠিক করতে যৌথ সভায় বসতে যাচ্ছে বিএনপি।
রোববার বেলা সাড়ে ১১টায় নয়াপ্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন।
যৌথ সভায় উপস্থিত থাকবেন দলের সম্পাদক মণ্ডলীর সদস্যরা। এ ছাড়া অঙ্গদলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত থাকবেন।
বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, যৌথ সভা শেষে দলের মহাসচিব ব্রিফিং করবেন।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া