রমজান মাসকে কেন্দ্র করে অনলাইনে কোরআন শেখার ব্যবস্থা চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত
ই-বার্তা ডেস্ক।। আরব আমিরাতের জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স এন্ড এন্ডাউমেন্টের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে অনলাইনে কোরআন শেখার ব্যবস্থা চালু করতে যাচ্ছে। শুধু শুক্রবার ব্যাতীত বাকি ৬ দিন যেকেউ ডিজিটাল প্ল্যাটফর্মে এ সেবা গ্রহণ করতে পারবেন।
এই খবর জানায় খালিজ টাইমস।
ওই মন্ত্রণালয়ের চেয়ারম্যান মোহাম্মদ মাতার আল কবি বলেন, তাদের ওয়েবসাইটে ভার্চুয়াল কোরআন ক্লাসে উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের অ্যাক্সেস (প্রবেশাধিকার) থাকবে।প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নারী ও পুরুষ শিক্ষক তিন শিফটে কোরআন শেখানোর ক্লাস নিবেন। তবে শুধু শুক্রবার এ সেবা বন্ধ থাকবে। প্রতি ক্লাসে সর্বোচ্চ ৭ জন শিক্ষার্থী থাকবে। যারা এ সেবা নিতে ইচ্ছুক তাদেরকে আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে, জানান মোহাম্মদ মাতার আল কবি।
তিনি আরো বলেন, সংযুক্ত আরব আমিরাতের যেকেউ এ সেবা গ্রহণ করতে পারবেন। এজন্য তাদের শুধু একটি স্মার্ট ফোন বা কম্পিউটার এবং হাই-স্পিডের ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ পরেই শুরু হবে পবিত্র রমজান