রাজধানীতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
ই-বার্তা ডেস্ক।। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার) ঢাকা উদ্যানের ৪ নম্বর সড়কের সি-ব্লকের ১২ নম্বর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছেন, নিহত তরুণীর নাম ইলা শারমিন (২১)।
মোহাম্মদপুর থানার পরিদর্শক শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আজ ভোর ৪টার দিকে ঘরের ভেতর থেকে ইলা শারমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।’
ই-বার্তা / আরমান হোসেন পার্থ