রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৪
ই- বার্তা ডেস্ক।। রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক রাখা ও সেবনের দায়ে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৯০৭ পিস ইয়াবা, ৩৬৭ গ্রাম ১৫০০ পুরিয়া হেরোইন, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৪ ক্যান বিয়ার ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ডিএমপি জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪২টি মামলা হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম